লজ্জা বা আড়ষ্ঠতার কারণে অনেকেই সেক্স নিয়ে খুব একটা ভাল ধারণা রাখেন না। ব্যক্তিগত যৌনজীবন হয়ে পড়ে একঘেয়েমীপূর্ণ এবং বৈচিত্র্যহীন। আবার অজ্ঞতার কারণে বিভিন্ন রকম যৌন সমস্যায় পতিত হওয়ার সম্ভাবনাও থাকে। এসব সমস্যা থেকে উত্তীর্ণ হতে যৌন সিক্রেট জানাটা গুরুত্বপূর্ণ।
১) ছত্রাক জাতীয় ইনফেকশনে আক্রান্ত হলে কি সেক্স করাউচিত?
পার্টনারও এই ছত্রাক জাতীয় রোগে আক্রান্ত হতে পারে তাই অধিক সচেতন হওয়া
২) প্রত্যেকেরই কি জি-স্পট থাকে?
হুম। এটা প্রত্যেক স্তন্যপায়ী প্রানীরই থাকে।
৩) শুষ্ক অবস্থায় সেক্সের ভালো উপায় কি হতে পারে?
এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ গ্রহণ করলে এমনটি হতে পারে। তাই এটি গ্রহণ না করে এবং ওয়াটার বেসলুব ব্যবহার করে সমস্যা সমাধান হতে পারে।
৪) সেক্সুয়ালি টেন্সমিটেড ডিজিজ পরীক্ষা কি ঘরেই করা সম্ভব, না ডাক্তারের পরামর্শ নেয়া উচিত?
ডাক্তারের সাথে পরামর্শ করে নিশ্চিত হওয়াই উত্তম।
৫) কীভাবে পেরিনিয়ামকে সর্বোচ্চ উত্তেজিত করা যায ?
আলতোভাবে দু্ই আঙ্গুল দিয়ে চাপদেয়া যেতে পারে।
৬) ব্লু বল কি সত্যিকারে আছে?
দীর্ঘস্থায়ী মিলনের কারণে অন্ডকোষ এবং পেরিনিয়ামে অস্বস্তির সৃষ্টি হতে পারে তবে কোন ব্যথা অনুভূত হয় না ।
৭) সেক্সের সময় ভাইব্রেটর ইউস করার উত্তম পদ্ধতি কি?
সেক্সের ক্ষেত্রে ভাইব্রেটর ইউস করার সময় সচেতনতা অবলম্বন করা উচিত।
৮) পার্টনারকে আরো বেশি কাছে পাওয়ার জন্য কি ধরনের ভাষা ব্যবহার করা যেতে পারে?
আমি তোমাকে সব সময়ই অনুভবকরি যা তুমি নিজেও কর আমার প্রতি। তুমি সব সময়ই সব অবস্থাতে অনেক বেশি উত্তম।
৯) আপনি যা করতে চান সে বিষয়ে পার্টনারের ইতিবাচক সাড়া পাওয়ার উপায় কী?
পেট কিংবা তার বুকে সেক্সের দৃষ্টিতে তাকান। যদি তাতেও না হয় তবে তাকে বলতে পারেন আপনার অনুভূতির কথা।
১০) ছোট্ট ভগঙ্কুর সমস্যা আছে। এটা কি অর্গাজমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে?
এক্ষেত্রে কখনোই অতিরিক্ত উত্তেজনাকর পরিস্থিতিতে না যাওয়াই ভাল।